চূড়ান্ত করা হয়েছে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের নতুন কমিটি। ঘোষণা আসতে পারে আজ বুধবার যে কোন সময়।
নতুন কমিটির সভাপতি বা সেক্রেটারি ঠিক কে হচ্ছেন- তা নিশ্চিত জানা যায়নি। কারণ কমিটির চূড়ান্ত তালিকাটি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। শেষ পর্যন্ত তিনি যাদেরকে মনোনয়ন দেবেন তারাই হবেন ছাত্রদলের আগামী দিনের কান্ডারী।
তবে ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব আহসানকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে।
সূত্র জানায়, নতুন কমিটির সভাপতি বা সেক্রেটারি কে হতে পারে, তা নিয়ে গত দুই দিন চূড়ান্তভাবে দলের সিনিয়র নেতা ও ঘনিষ্ঠজনদের কাছ থেকে মতামত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার ও সোমবার রাতে নতুন কমিটি নিয়ে তথ্য যাচাই-বাছাই করেছেন তিনি।
এর আগে দফায় দফায় ২০, ২৪ ও ২৮ আগস্ট রাতে দীর্ঘ সময় নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। ২৮ আগস্ট রাত সাড়ে ৮টা থেকে ১টা পর্যন্ত প্রায় পৌনে ৫ ঘণ্টা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন তিনি। যদিও সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বৈঠকে খালেদা জিয়া ছাত্রনেতাদের মতামত শোনেন। সর্বশেষ বৈঠকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার দিকনির্দেশনা দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে দীর্ঘ ৫৫ মিনিট বক্তব্য রাখেন খালেদা জিয়া।
এ দিকে নতুন কমিটিতে পদ পেতে শেষ সময় পর্যন্ত নিজেদের মতো করে লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য ছাত্রনেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যেসকল নেতা রাজপথে সক্রিয় ছিলেন, সাংগঠনিকভাবে দক্ষ এবং পদ পাওয়ার পর রাজপথে থাকতে পারবেন এমন নেতাদেরকেই বাছাই করেছেন বিএনপি চেয়ারপারসন। এখন পর্যন্ত নতুন কমিটিতে সম্ভাব্য যে কয়েকজন নেতার নাম ঘুরে ফিরে আসছে তাদের মধ্যে, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সহসভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, সহ সভাপতি আবু সাঈদ, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আকরামুল হাসান, সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি সাদিউল কবির নীরব ও সমাজসেবা সম্পাদক আসাদুজ্জামান। ধারণা করা হচ্ছে, এদের মধ্য থেকেই বেছে নেওয়া হচ্ছে ছাত্রদলের আগামী দিনের কান্ডারী।
গুলশান অফিস সূত্রে জানা গেছে, বুধবারই আসতে পারে এ নতুন কমিটির ঘোষণা। তবে ঘোষণা যখনই হোক তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।