বোর্ড বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে নাহার সোয়েটার নামের একটি কারখানার ৭২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় নাহার সোয়েটার কারখানার একাউন্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলীকে সঙ্গে নিয়ে উত্তরার ইসলামী ব্যাংক শাখা থেকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকা উত্তোলন করে মাইক্রেবাস যোগে গাজীপুরের বোর্ডবাজারে কারখানাস্থলে ফিরছিলেন।
এসময় ৪ জন দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝাঝর এলাকায় তাদের বহনকারী গাড়ি গতিরোধ করে কারখানা কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপর একটি মাইক্রোবাসে ওঠায়।
পরে কর্মকর্তাদের মারধর করে তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং কালীগঞ্জ ঘোড়াশাল ব্রিজের কাছে গিয়ে কারখানা কর্মকর্তাদের গাড়ির ভেতরে রেখে দুর্বৃত্তরা অন্য একটি গাড়ি যোগে পালিয়ে যায়।