মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ নেতা ময়েজ উদ্দীনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
শনিবার সকালে বনানী কবরস্থানে তার ত্রিশতম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
গাজীপুরের এই আওয়ামী লীগ নেতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে সন্ত্রাসী হামলায় নিহত হন। এছাড়া ময়েজ উদ্দীনের মেয়ে মহিলা এবং শিশু বিষয়ক প্রতি মন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং গাজীপুরের আওয়ামীলীগ নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান মরহুমের কবরে।
পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।