ডিজিটাল বৈষম্য দূরীকরণে কম খরচে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও মাতৃভাষায় ইন্টারনেট কনটেন্ট বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্ততে (আইসিটি) উন্নয়নের জন্য এটা খুব জরুরি। কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অরগানাইজেশন ফোরাম (সিটিও) সম্মেলনের উদ্বোধনীতে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সকালে ঢাকায় হোটেল রেডিসনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে সরকার পরবর্তী প্রজন্মকে আইসিটিতে দক্ষ করে তুলতে ২২ হাজার উচ্চমাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব করার কাজ শুরু করেছে।
তিনি বলেন, ই-ব্যাংকিং, ই-সিটিজেন সেবা দিয়ে নাগরিকদের জীবনযাত্রা আরো সহজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নীতি আইসিটিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছে।
উল্লেখ্য, ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে সিটিও কাউন্সিল সভা। ৫৪তম এ সভা তিন দিনব্যাপী চলবে। সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- ‘আইসিটিস ফর ডেভেলপমেন্ট- ফ্রম এক্সেস টু ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ সার্ভিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটিওর সেক্রেটারি জেনারেল অধ্যাপক টিম আনউইন, নাইজেরিয়ান টেলিকমিউনিকেশনস কমিশনের প্রধান নির্বাহী ড. ইউজিন জুয়াহ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।