টঙ্গীর এরশাদনগর ফুটওভার ব্রীজের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার ভোররাতে ৩ ডাকাতকে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। আটককৃতরা হল - মনির হোসেন ওরফে মইন্যা (২২), মিন্টু মিয়া (২৮) ও বোরহান উদ্দিন (২৩)। তাদের হেফাজত থেকে একটি ধারালো চাপাতি ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত ৪টার দিকে এরশাদনগর ওভারব্রীজ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার সহকারি উপ-পরিদর্শক মো. মিজানুর রহমানসহ একদল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যসহযোগিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে শুক্রবার গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।