শ্বেতা বসু প্রসাদের পর দিব্যা শ্রী। মধুচক্রে জড়িত সন্দেহে পুলিশের হাতে ধরা পড়লেন আরও এক অভিনেত্রী। আগাম খবরের ভিত্তিতে গুন্টুরের একটি বাড়িতে হানা দিয়ে তেলুগু ছবির এই অভিনেত্রীকে হাতেনাতে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিব্যা একা নন, তেলুগু চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজন ছোটখাট রোলে কাজ করা অভিনেত্রীও পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন। ধরা পড়েছেন বেশ কয়েকজন মডেলও। এরা সকলেই দেহ ব্যাবসার চক্রে জড়িত বলে দাবি পুলিশের।
গুন্টুরের ডিএসপি এম নরসিমহাম সাংবাদিকদের বলেছেন, অবৈধ কাজকারবার চলছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই ওই বাড়িতে হানা দিই আমরা। ধৃতদের একজন অভিনেত্রী বলে জানতে পেরেছি। আমরা আইনি প্রক্রি্য়া মেনেই এগচ্ছি।
জানা গিয়েছে, তেলুগু ছবির দুনিয়ার দিব্যা শ্রী বি-গ্রেড ছবিই করেন, যেগুলিকে স্থানীয় ইন্ডাস্ট্রির ভাষায় ‘বি-টেক বাবু’ বলা হয়ে থাকে।শুধু গ্রাম-গ্রামাঞ্চলের থিয়েটার, সিনেমা হলেই রিলিজ হয় এ ধরনের ছবি।
শ্বেতা প্রসাদ ধরা পড়ার পর জানিয়েছিলেন, পরিবারের আর্থিক চাপেই তিনি ওই চক্রে জড়িয়ে পড়েছিলেন।দিব্যা কেন জড়ালেন, তা জানা যায়নি এখনও।
দিব্যা ও তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া আরেক অভিনেত্রীকে গুন্টুরের এক হোমে পাঠানো হয়েছে।চক্রের এক দালাল ও বাকি পাঁচজনের ঠাঁই হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।
গুন্টুরের ডিএসপি এম নরসিমহাম সাংবাদিকদের বলেছেন, অবৈধ কাজকারবার চলছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই ওই বাড়িতে হানা দিই আমরা। ধৃতদের একজন অভিনেত্রী বলে জানতে পেরেছি। আমরা আইনি প্রক্রি্য়া মেনেই এগচ্ছি।
জানা গিয়েছে, তেলুগু ছবির দুনিয়ার দিব্যা শ্রী বি-গ্রেড ছবিই করেন, যেগুলিকে স্থানীয় ইন্ডাস্ট্রির ভাষায় ‘বি-টেক বাবু’ বলা হয়ে থাকে।শুধু গ্রাম-গ্রামাঞ্চলের থিয়েটার, সিনেমা হলেই রিলিজ হয় এ ধরনের ছবি।
শ্বেতা প্রসাদ ধরা পড়ার পর জানিয়েছিলেন, পরিবারের আর্থিক চাপেই তিনি ওই চক্রে জড়িয়ে পড়েছিলেন।দিব্যা কেন জড়ালেন, তা জানা যায়নি এখনও।
দিব্যা ও তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া আরেক অভিনেত্রীকে গুন্টুরের এক হোমে পাঠানো হয়েছে।চক্রের এক দালাল ও বাকি পাঁচজনের ঠাঁই হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।