স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে আনন্দ মুখর পরিবেশে পালিত হল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভূমি সম্প্রসারণ উদযাপন অনুষ্ঠান।
‘আলোকিত ভূমি সম্প্রসারণে উদ্ভাসিত ডুয়েট ডে’ স্লোগানকে সামনে রেখে নেচে, গেয়ে, কেক কেটে, পায়রা উড়িয়ে পালন করা হয় চার পর্বের বিশেষ উৎসবের।
সোমবার ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। ভিসির নেতৃত্বে ঐতিহ্যবাহী ডুয়েট ডে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।
পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, যন্ত্র কৌশল অনুষদ ও সভাপতি, শিক্ষক সমিতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা, অধ্যাপক ড. আনওয়ারুল আবেদীন, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, পুলক কান্তি বড়ূয়া, ছাত্র নেতা আবদুল্লাহ আল মাসুম।