স্টাফ রিপোর্টার : গাজীপুরে এবার ৩২২টি মন্ডপে শারদীয় দূর্গাপুঁজার শেষ প্রস্তুতি চলছে। প্রতিমা গড়ার কারিগররা পার করছেন ব্যস্ত সময়।
জানা গেছে, পুঁজা উপলক্ষে সদর উপজেলায় (সিটি কর্পোরেশনসহ) ৯৫টি, কালিয়াকৈর উপজেলায় ৮৯টি, কালীগঞ্জে ৩৬টি, কাপাসিয়ায় ৫৬টি এবং শ্রীপুরে ৪৬টি মন্ডপ প্রতিষ্ঠা করা হয়েছে।
বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ গাজীপুর শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র মন্ডল জানান, আগামী ২৯ সেপ্টেম্বর দেবী বোধন ও অধিবাসের মাধ্য দিয়ে ৬ষ্ঠী পুঁজার মাধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। প্রতিমা গড়তে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। তারা দুর্গা দেবী, লক্ষ্মী , স্বরস্বতী, কার্তিক ও গণেশ এর প্রতিমা তৈরি করছেন। অধিকাংশ পুঁজা মন্ডপে প্রস্তুতি শেষ করার কাজ চলছে। আগামী ৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দূর্গোৎসব।
তিনি আরো জানান, জেলার পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসন এবং ২০ সেপ্টেম্বর পুলিশ প্রশাসন আলাদাভাবে সভা করেছে। এবার প্রতি মন্ডপে সরকারি সাহায্য হিসেবে ৫শ’কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বরাবরের মতোই পুঁজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।