দেলাওয়ার হোসাইন সাঈদী এত দিন ভালো মানুষের আলখেল্লা পরে ঘুরে বেড়াচ্ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সাঈদী আসলেই অপরাধী। ফাঁসি না যাবজ্জীবন—সেটি গুরুত্বপূর্ণ নয়। এখন তাঁর বড় পরিচয় তিনি যুদ্ধাপরাধী।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সাঈদীর রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীরব থাকার সমালোচনা করে মন্ত্রী বলেন, এতে প্রমাণ হয় তিনি যুদ্ধাপরাধীদের পক্ষত্যাগ করেননি।
ইনু বলেন, এই রায় সাঈদীকে অপরাধী প্রমাণ করায় আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী হরতাল ডেকে একজন চিহ্নিত ও দোষী সাব্যস্ত হওয়া আসামির পক্ষ নিল। এ অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। সাঈদীর পক্ষে এ দেশের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল আর ওকালতি করবে না বল আশা প্রকাশ করেন তিনি।