মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদকে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মঙ্গলবার সকাল ৮টায় গাজীপুর আদালতে পাঠানো হয়। বেলা ১১টায় আদালতের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার পরিত্যক্ত ঝুট মালামালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় আহত হন তিনজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদসহ তার এক সহযোগীকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কালিয়াকৈর থানায় ১৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আটক এরশাদ এখন কারাগারে। আদালত বুধবার দিন তার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।