দ্রুত বিচার মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের ২ দিনের রিমান্ড শেষে অন্য ২ মামলায় আবারও ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম একটি মামলার শুনানি শেষে ২ দিন ও অপর আদালত আরও ১টি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে দুই দফায় ৪ দিনের রিমান্ডে গেলেন এ নেতা।
গত ১ সেপ্টেম্বর কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে সেলিম মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে আটক করে। অতঃপর দ্রুত বিচার আইনে একটি মামলায় এজাহারভুক্ত করে মঙ্গলবার ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রিমান্ড শুনানি হওয়ার পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সময় পুলিশ রিমান্ড শেষে আরো ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড বাতিল করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় কালিয়াকৈর থানা পুলিশ ১০ দিনের ও গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে এএফসি চাইনিজ রেষ্টুরেন্টে গুলিবর্ষণের মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭ দিনের রিমান্ড আবেদন করে। দুই মামলায় ১৭ দিনের রিমান্ড শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।