![]() |
মাসুদ রানাএরশাদের মুক্তির দাবিতে ছাত্রলীগের মিছিল |
বৃহসপতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এদিকে মাসুদ রানা এরশাদের মুক্তির দাবিতে ছাত্রলীগ প্রতিবাদ সভা, মানববন্ধন, মিছিল ও সমাবেশ সহ নানা কমর্সূচি পালন করছে।
গত সোমবার কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয় এবং সেলিম মিয়া নামে একজন মারা যায়। এই ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে আটক করে দ্রুত বিচার আইনে একটি মামলায় করে।
গত মঙ্গলবার এ মামলায় মাসুদ এরশাদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে গাজীপুর থানা পুলিশ।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশদেয় আদালত।