শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর সাইনবোর্ড এলাকার গ্লোব এন্ড গ্লোবস্ বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে তারা হঠাৎ করে প্রচন্ড খিচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়ে। কারখানাটিতে মোজা তৈরী করা হয়।
কারখানার শ্রমিকেরা জানায়, দুপুরের খাবার বিরতির পর বেলা ২টার দিকে তারা কাজে যোগ দেয়। এর কিছু সময় পর একজন নারী শ্রমিক কারখানার টয়লেট থেকে বের হয়ে প্রচন্ড খিচুনি দিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকে। তার অসুস্থতা দেখে অন্য শ্রামিকেরাও শ্বাসকষ্ট ও খিচুনি দিতে থাকে। এসময় কারও কারও নাক দিয়ে রক্ত ঝড়তে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় নীচতলার শ্রমিকেরা তাদের অসুস্থতা দেখে তারাও অসুস্থ হয়ে পড়ে। একে একে ৪১ জন শ্রমিক অসুস্থতার শিকার হয়। কারখানাটিতে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত রয়েছে।
রাজেন্দ্রপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মিথুন সূত্রধর জানান, চিকিৎসা নিতে আসা শ্রমিকদের কারো কারো মুখ দিয়ে লাল ঝড়তে দেখা গেছে। তাদের অনেকেই খিচুনি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। এরকম ১৫ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা মূলত: কার্বন মনোক্সাইড গ্যাস পয়েজনিংয়ের কারণে অসুস্থতার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কারখানার মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা শাহীন রেজা জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে থাকতে পারে। প্রচন্ড গরম থেকে এরকম হয়েছে। কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ ও রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে দুইজনসহ মোট ১৭ জন শ্রমিক অসুস্থতরা খবর আমরা পেয়েছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।