গাজীপুরে ফ্রিজ তৈরির কারখানা ও ঝুটের গোডাউনে সোমবার পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর মহানগরের কাশিমপুর লতিফপুর এলাকাস্থিত কুল টেক ম্যানুফেকচারার লি. নামের একটি ফ্রিজ তৈরির কারখানায় সকাল সোয়া ১০টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফ্রিজ তৈরির বিভিন্ন মালামাল পুড়েছে।
এদিকে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টিনের তৈরি জনৈক আলতাফ হোসেনের একটি ঝুটের গোডাউনে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী আরো কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড ও টাংগাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি গোডাউন ও গোডাউনে রক্ষিত পোশাক কারখানার পরিত্যক্ত মালামাল (ঝুট) পুড়েছে।
সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদ মিয়া ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশনের অফিসার অপূর্ব বল উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ হানা যায়নি।