আবাসিকে নতুন করে আর গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আবাসিক খাতে আর কোথাও গ্যাস দিচ্ছি না। আবাসিকখাতে কীভাবে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করা যায়, সেই পরিকল্পনা চলছে।
তিনি বলেন, দেশে বর্তমানে দৈনিক ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে। সে কারণে নতুন এলাকায় গ্যাসের পাইপ লাইন নির্মাণ না করে বিদ্যমান এলাকায় পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।
২০১৬ সালের জুনের মধ্যে দৈনিক ৬৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়বে বলেও জানান মন্ত্রী।