গাজীপুরের নীলের পাড়া, উত্তর সালনা ও চান্দনা চৌরাস্তা এবং কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় পৃথক পৃথক ঘটনায় চার জন নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাতে গাজীপুরের রাজবাড়ি মাঠ এলাকা থেকে ৫ জনের একটি ছিনতাইকারী দল পুবাইল যাওয়ার কথা বলে একটি সিএনজি অটো রিকশা ভাড়া নেয়। সিএনজি অটো রিকশাটি গাজীপুর পূবাইল সড়কের মহানগরের নীলের পাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক মনির হোসেনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সিএনজি অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন দু’ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়।
নিহতের ভাই জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা তার ভাইকে হত্যা করে সিএনজি অটো রিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।
ছিনতাইয়ের ঘটনায় রুবেল ও রফিকুল ইসলাম নামে দু’জনকে আটক করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে উত্তর সালনা এলাকায় ভোররাতে মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমাম বারান্দায় নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার পুকুর থেকে শামসুল হক নামে স্থানীয় একজন কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া রাতে চান্দনা চৌরাস্তায় বাস চাপায় আব্দুল মোতালেব সিকদার নামের এক নিরাপত্তাকর্মী মারা যান। তিনি মীর আক্তার হোসেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। নাওজোড় হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।