গাজীপুরে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষে গাজীপুর জেলা পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে কোর্সের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে দুমাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।