জামায়াতের ডাকা হরতালের প্রথম দফা গাজীপুরে সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।
বৃহস্পতিবার সকালে জয়দেবপুর শহরের রেল ক্রসিং এলাকায় একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাজবাড়ি সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এবং রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ জামায়াত কর্মীদের ধাওয়া দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।
এদিকে জেলার বিভিন্ন মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল না করলেও স্থানীয় রুটের মিনিবাস, লেগুনাসহ হালকা যানবাহনে চলাচল করছে। স্কুল কলেজ, অফিস আদালত, দোকান, পাট ও বিপণিবিতান খোলা রয়েছে। রেল চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার চিয়া উদ্দিন সরদার। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।