ঈদকে সামনে রেখে গাজীপুরের মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত বিভিন্ন রেস্টুরেন্ট, দোকানপাট ও অফিস-আদালত এলাকায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে উৎপাদনকারীরা যেন ভোক্তাদের কাছে কোন ধরনের ভেজাল খাবার দিতে না পারে। এরই পেক্ষিতে সরকারি পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় আদালত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার বাবুল রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা ও বিক্রমপুর রেস্টুরেন্টকে ৫ শ’ টাকা জরিমানা করেন। এ ছাড়াও মূল্য তালিকা না থাকায় চাউলের দোকানের মালিক বাচ্চু সরকার ও মাংসের দোকানের মালিক জাহাঙ্গীরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত হাড়িনাল বাজার এলাকার পোল্ট্রি ফিডের দোকান উত্তরা ফিড অ্যান্ড ফিস’র গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৩ শ’ কেজি মেয়াদোত্তীর্ণ পোল্ট্রি ফিড বিক্রির জন্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে এসব মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মালামাল ধ্বংস করা হয়েছে।
এই অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, গাজীপুরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১৭ জনকে অর্থ জরিমানা করেছে অপর একটি ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইনে ১৭ জনকে মোট ২ হাজার ৯ শ’ ৯০ টাকা জরিমানা করা হয়েছে।