নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মে মাসে লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা মোদির সঙ্গে এটাই শেখ হাসিনার প্রথম বৈঠক।
আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে দুই নেতার এই বৈঠক হবে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত একেএ মোমেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি চলছে। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদি ষষ্ঠ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অষ্টম বক্তা। তাদের বক্তব্য শেষে দুই নেতা বৈঠকে মিলিত হবেন।’
আগের মেয়াদে শেখ হাসিনা যতবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, ততবারই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শেখ হাসিনা ও মোদির প্রথম বৈঠকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে তেমন আলোচনা না হলেও তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তিসহ বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হবে।
স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে মোদি আগ্রহ দেখাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আগামী ডিসেম্বরে মোদির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।
মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সরকার প্রধানরা উপস্থিত থাকলেও সে সময় জাপান সফর নির্ধারিত থাকায় দিল্লি যেতে পারেননি শেখ হাসিনা।
ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী, যে দেশটির সঙ্গে ঐতিহ্যগতভাবেই পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক উষ্ণ নয়।
বরাবরের মতো অধিবেশন শেষে এবারো শেখ হাসিনা নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করবেন বলে জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোমেন।
এছাড়া আলজাজিরা, এম এস এনবিসিসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ জানালেও এখনো তার দিনক্ষণ ঠিক হয়নি বলে জানান রাষ্ট্রদূত মোমেন।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন।