ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকাবাসীকে সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কয়েক তরুণ। ‘I am a human from #Bangladesh and #Support gaza’ লিখিত T-Shirt বিক্রির মাধ্যমে তারা অর্থ যোগান করে গাজাকে আর্থিকভাবে সহায়তা করবেন বলে জানা গেছে। T-Shirt এর মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। সিটি ডেন্টাল কলেজের ইন্টার্ন ড. খন্দকার আসির ইন্তিসার প্রীয়মের উদ্যোগে যাত্রা শুরু করেছে তারা।
জানা যায়, সম্প্রতি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় তাদের টি-শার্ট বিক্রি কার্যক্রম পরিচালনা করেছেন। বিক্রি করেছেন কয়েকশত টি-শার্ট।
এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টি-শার্ট বিক্রি করেছেন।
এব্যাপারে ড. খন্দকার আসির ইন্তিসার প্রীয়ম বলেন, এটা আমাদের খুব ছোটও একটা উদ্যোগ। আমরা যদি গাজার উপত্যকাবাসীকে একটুকুও সাহায্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তিনি জানান, এই উদ্যোগকে ফলপ্রসূ করার জন্য আমরা ফেসবুকে একটি পাবলিক পেজ খুলে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে সহায়তা চেয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আস্তে আস্তে বাংলাদেশের সকল পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই টি-শার্ট বিক্রি কার্যক্রম পরিচালনা করব। তিনি সকলের কাছে একটি টি-শার্ট ক্রয় করে গাজাবাসীকে সাহায্যের আবেদন জানিয়েছেন।