কালিয়াকৈর: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, কালিয়াকৈরে হাইটেক পার্ক হচ্ছে আর হাইটেকের পাশেই ঢাকার হাতিরঝিলের মতো গড়ে তোলা হবে একটি পর্যটন কেন্দ্র।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক সংলগ্ন তালেবাবাদ মাইক্রোওয়েভ স্টেশনের জমিতে ডাটা সেন্টারের জমি নির্ধারণ করতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।
জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন।
এদিকে জমি পরিদর্শনের সময় মন্ত্রী গিয়েছিলেন তালেবাবাদ (উপগ্রহ ভূ-কেন্দ্রের) মাইক্রোওয়েভ স্টেশনে। ওই স্টেশনের নাজুক পরিবেশ এবং ভবনের জরাজীর্ণ অবস্থায় দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে মন্ত্রী তালেবাবাদ মাইক্রোওয়েভ স্টেশনের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামকে বরখাস্ত করেন।
পরিদর্শনের সময় আরও ছিলেন, হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান।