যুবলীগ কর্মী সেলিম নিহতের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে প্রধান আসামি করে মোট ১৯ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফুজুর রহমান বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার দুপুরে কালিয়াকৈর মৌচাক এলাকায় ঝুট (পোশাক কারখানার পরিত্যাক্ত দ্রব্য) ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়।
এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদকে আটক করে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আহতদের মধ্যে সেলিম মিয়া (৩৮) নামের ১ যুবলীগ কর্মী বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সেলিম মাদারীপুর জেলার শিবপুর ভদ্রাশন এলাকার আলতাফ খলিফার ছেলে। তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকায় বসবাস করতেন।
অন্যদিকে, মাসুদ এরশাদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম জানিয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।