তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তনয় ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় শনিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন।
আজ ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াদালাহারা শহরে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।
জয় বলেন, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ৮০টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তথ্য-প্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজের জন্য এ পুরস্কার দিয়ে থাকে। ওই অনুষ্ঠানে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
পাবলিক সেক্টর এক্সিলেন্স, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স, ডিজিটাল অপরচ্যুনিটি ও সাসটেইনেবল গ্রোথ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মহিমান্বিত হয়। এ জন্য প্রতি বছরই বাংলাদেশের জন্যে অ্যাওয়ার্ড নিয়ে যায় আওয়ামী লীগ সরকার। এবারও তার ব্যত্যয় ঘটছে না। এবারের অ্যাওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। কারণ এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম একটি স্বীকৃতি।
‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের জন্য মেক্সিকো যাচ্ছেন জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী যে কাজ চলছে তারই আন্তর্জাতিক স্বীকৃতি এ অ্যাওয়ার্ড।
জয় বলেন, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ৮০টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তথ্য-প্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজের জন্য এ পুরস্কার দিয়ে থাকে। ওই অনুষ্ঠানে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
পাবলিক সেক্টর এক্সিলেন্স, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স, ডিজিটাল অপরচ্যুনিটি ও সাসটেইনেবল গ্রোথ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মহিমান্বিত হয়। এ জন্য প্রতি বছরই বাংলাদেশের জন্যে অ্যাওয়ার্ড নিয়ে যায় আওয়ামী লীগ সরকার। এবারও তার ব্যত্যয় ঘটছে না। এবারের অ্যাওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। কারণ এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম একটি স্বীকৃতি।
‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের জন্য মেক্সিকো যাচ্ছেন জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী যে কাজ চলছে তারই আন্তর্জাতিক স্বীকৃতি এ অ্যাওয়ার্ড।