স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে ৭দিনব্যাপী কর মেলা শুরু হয়েছে । মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন তিনি। মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন গাজীপুর অঞ্চলের কর কমিশনার এ কে বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন- গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ মো. সানোয়ার হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন- গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সাংসদ কাজী মোজাম্মেল, কর আইনজীবী দেওয়ান মো. ইব্রাহিম, কর দাতা সাহাবুদ্দিন সিদ্দিক প্রমুখ।
এর আগে সকালে আয়কর মেলা উপলক্ষে গাজীপুর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গতাজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।