পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে স্থাপন করা হয়েছে আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা। কেন্দ্রীয়ভাবে পুলিশ সদর দপ্তর থেকে এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্যামেরায় পুরো সড়কের চিত্র দেখা যাবে। যখন যে সড়কে যানজট সৃষ্টি অথবা যানজটের পরিস্থিতি তৈরি হবে, তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কি-না এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে কি-না তাও কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এ বছর ঈদুল আজহা ও দুর্গাপূজা একই সময় হওয়ায় ঘরে ফেরা মানুষের চাপ অনেক বেশি থাকবে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক স্থানে রাস্তার ওপর পশুর হাট বসানোর প্রবণতা দেখা যায়। এসব হাটের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কোরবানির পশু বহনকারী ট্রাকও যানজট সৃষ্টির অন্যতম কারণ। মহাসড়ক সুশৃঙ্খল রাখার ক্ষেত্রে আইপি ক্যামেরা বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ১০টি পয়েন্টে মোট ৪০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জানা গেছে, পুলিশ সদর দপ্তরের খরচে এই আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি স্পটে আইপি ক্যামেরা স্থাপনে খরচ পড়েছে ২ লাখ টাকা। এই ১০টি স্পটে খরচ ২০ লাখ টাকা। আগামী বুধবার পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার আনুষ্ঠানিকভাবে আইপি ক্যামেরা উদ্বোধন করবেন।
পুলিশের ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া বলেন, আইপি ক্যামেরা সিসি ক্যামেরা থেকে উন্নত। এই ক্যামেরার সহযোগিতায় ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট সার্ভারে নির্দিষ্ট পয়েন্টগুলোর পুরো চিত্র তাৎক্ষণিক পাওয়া সম্ভব হবে। ঈদের সময় এই প্রযুক্তির সহযোগিতা নিয়ে যানজটপ্রবণ এলাকাগুলো যানজটমুক্ত রাখা যাবে। এ ছাড়া যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত যানজট হবে সেসব স্থানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।
প্রাথমিকভাবে ১০টি স্পটে আইপি ক্যামেরা স্থাপন করা হলেও ভবিষ্যতে তা সারাদেশের মহাসড়কে বসানো হবে। সরকারি খরচে একটি প্রজেক্টের আওতায় এই ক্যামেরা স্থাপন করা হবে। আগামী ঈদুল ফিতরের আগেই সারাদেশের মানুষ এর সুফল ভোগ করবেন।
জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী আমিনবাজার, সাভার বাজার, নবীনগর, বাইপাইল, গাজীপুরের চন্দ্রা মোড়, জয়দেবপুর চৌরাস্তা, মাওনা চৌরাস্তা, নারায়ণগঞ্জের গোলাকান্দা, মদনপুর ও কাঁচপুরে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।