দুর্নীতির দায়ে ৪ বছরের জেল দেয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে. জয়ললিতাকে। দুর্নীতির দায়ে তাকে অভিযুক্ত করে এ রায় দেয়া হয়েছে। শনিবার ব্যাঙ্গালোরের আদালত যখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করে তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন।
তিনি অভিযুক্ত হওয়ার ফলে এখন তাকে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে হবে। এ খবর প্রকাশিত হওয়ার পর চেন্নাই উত্তাল হয়ে উঠেছে। জয়ললিতার সমর্থকরা রাস্তায় নেমে আসে। তারা মামলার বাদী সুব্রামানিয়ান স্বামীর বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাস ছোড়া হয়। তবে জয়ললিতা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। মামলায় হাজিরা দিতে জয়ললিতা আজ সকালে চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে যান বিমানযোগে। সেখানে ব্যাঙ্গালোর কেন্দ্রীয় জেলখানায় তৈরি করা একটি আদালতে মামলার শুনানি হয়।
১৮ বছর আগে তার বিরুদ্ধে এ মামলা করেন সুব্রামানিয়ান স্বামী। তিনি বর্তমানে বিজেপির একজন নেতা। জয়ললিতার বিরুদ্ধে অভিযোগ ৬৬ কোটি ৬৫ লাখ কোটি রুপির দুর্নীতি করেছেন।
এ অভিযোগে তার সঙ্গে সঙ্গে আরও অভিযুক্ত হয়েছেন তার তিন সহযোগী এন. শশীকালা, জে. এলাবারাসি এবং ভি. এন সুধাকরণ। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ১২০ (বি), দুর্নীতি বিরোধী আইনের ১৩ (১) ধারার অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিচারক মাইকেল ডি’কুনহা তাদের বিরুদ্ধে এ রায় দেন।