পদ্মা সেতুর কাজ কতটুকু শেষ হয়েছে এটা বড় কথা নয়, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর সকল কাজ শেষ হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার লৗহজং উপজেলার কুমারভোগ এলাকায় অস্থায়ী শিমুলিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মা সেতু প্রকল্পের নির্মাণাধীন সংযোগ সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'ইতিমধ্যে চীন থেকে সেতু নির্মাণের যন্ত্রপাতির প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে যন্ত্রপাতির দ্বিতীয় চালান সেখানে এসে পৌঁছবে। শিগগিরই পদ্মা সেতুর সয়েল টেস্টের কাজ শুরু হবে।
তিনি জানান, পদ্মা সেতু নির্মাণে ৮ হাজার কোটি টাকা নদী শাসনের জন্য ব্যয় হচ্ছে। তিনটি বিদেশি প্রতিষ্ঠান- চীনের সিনোহাইড্রো, কোরিয়ার হুন্দাই ও বেলজিয়ামের জান্ডি বেল নদী শাসনের কাজের জন্য দরপত্র জমা দিলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সিনোহাইড্রোকে সুপারিশ করা হয়েছে।