বিয়ে করতে চাপাচাপি করায় শেষ অবধি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক কিশোর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
সোমবার রাতে উপজেলার কালামপুর দক্ষিণপাড়ার খলিলুর রহমান (১৯) নামে ওই কিশোর আত্মহত্যা করেন বলে পরিবার জানায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সজীব খান জানান, খলিল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কিশোরের বাবা গোলাম মোস্তফা বলেন, ‘বাসা থেকে খলিলকে বিয়ে করতে বলা হচ্ছিল। কিন্তু সে রাজি হচ্ছিল না। এ কারণে তার সঙ্গে আমাদের মতবিরোধ চলছিল। এটা নিয়েই সে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই সজীব জানান, সোমবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে যান খলিল। সকালে ঘরের পাশে একটি গজারি গাছে ঝুটের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।