মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান । মহান মুক্তিযোদ্ধে তাদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বর্তমান সরকার তাদের সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে। রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধার মধ্যে আগামীতে মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করা হবে।
এছাড়া তাদের জন্য অন্যান্য আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। ইতিপূর্বে যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্ত হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই-বাছাই পূর্বক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেটভূক্ত করে সনদ ইস্যু করা হবে। দেশে দুটি শক্তি বিদ্যমান একটি মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি অপরটি একাত্তরের পরাজিত শক্তি। সম্প্রতি এ কে খন্দকারের লেখা ভিতরে- বাইরে বইটি সংশোধনের দাবি জানান। স্থানীয় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গায় জটিলতা নিরসন করে দ্রুত কমপ্লেক্স র্নিমাণের দাবীর প্রেক্ষিতে তা বাস্তবায়নে মন্ত্রী তাদের আশ্বাস দেন।
তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের নব নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি মুহাঃ আবদুল কবীর মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, যুদ্ধকালীন কাপাসিয়া উপজেলা কমান্ডার মাহমুদুল আলম খান বেনু, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগৈর সভাপতি সবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, মুক্তিযোদ্ধা এম এ গনি, শিক্ষক নেতা আশরাফুল আলম খান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ডাঃ দীপক দাস, বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মুক্তিযোদ্ধা ফনি ভূষন চৌধূরী, অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী, কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্যা প্রমূখ। পরে বিশিষ্ট শিল্পীরা মনোজ্ঞ গান পরিবেশন করে।