কাপাসিয়ায় ডাকাতি চলাকালে ছোট ভাইকে বাচাঁতে খুন হলো বড় ভাই মফিজ উদ্দিন (৫০)।
গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বড়বেড় গ্রামে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখার সময় মামলার প্রক্রিয়া চলছে।
নিহত মফিজ উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক সোহেল রানা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কমপক্ষে ১৫ জনের মুখোশধারী একদল ডাকাত দরজা ভেঙ্গে রফিকের ঘরে ঢুকে। ডাকাতেরা তার স্ত্রী নাজমুন নাহারের স্বর্ণালংকার লুটের সময় রফিক চিৎকার চেঁচামেচি করে এতে বাধা দেয়। পাশের ঘর থেকে রফিকের বড় ভাই মফিজ উদ্দিন এসে ডাকাতদের বাধা দেয়। এসময় ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে মফিজ উদ্দিন ঘটনাস্থলে নিহত ও ছোট ভাই রফিক, স্ত্রী নাজমুন নাহার, ভাই তাজউদ্দিন গুরুতর আহত হয়। ডাকাতেরা স্ত্রী নাজমুন নাহারের গলা, কান ছিঁড়ে স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, পুলিশ এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল কাপাসিয়া উপজেলার ভিটিপাড়া গ্রামের হাদিউল ইসলামের ছেলে সোহাগ (২২), বৈলারকান্দি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩৩) ও আমীর আলীর ছেলে কমর উদ্দিন ড্রাইভার (৪৮)।
আজ শনিবার সকাল ৯টায় লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।