স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের ৫নং ওয়ার্ড এলাকায় পৃথক দুটি স্থান থেকে ২ কেজি গাঁজাসহ পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- গাজীপুর মহানগরের সরু পাইতাল এলাকার আফসারের ছেলে আব্দুল করিম দেবু (৫৪) ও তার নাতি জসিম উদ্দিন (১৯) এবং সরুবাড়ী এলাকার মনির হোসেনের ছেলে মহিনুরকে (২২) গাঁজাসহ আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়।
এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল করিম ও তার ছেলে জসিম উদ্দিনকে গাঁজাসহ আটক করে পুলিশ। এছাড়া এ অভিযানে পার্শ্ববর্তী এলাকার অপর মাদক ব্যবসায়ী মহিনুর হোসেনকে গাঁজাসহ আটক করা হয়। এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।