সদ্য প্রয়াত কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অভিযোগ করে বলেন, এ সরকার গুণীজনদের সম্মান দিতে জানে না।
বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর ইন্দিরা রোডে মরহুমা ফিরোজা বেগমের বাসভবনে যান খালেদা জিয়া। এসময় তিনি এসব অভিযোগ করেন।
ফিরোজা বেগমের ভাই সাবেক সচিব আসাফ-উদ-দৌলা এবং তার তিন ছেলে তাহসিন, হামিন ও শাফিন আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন ও সান্তনা দেন বেগম খালেদা জিয়া।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ভাইস-চেয়াম্যান বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার ছোট ভাইয়ের মেয়ে কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বুধবার সন্ধ্যায় সমাহিত হলেন নজরুলের পাখি ফিরোজা বেগম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব আনুষ্ঠানিকতার মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে চিরতরে দূরে চলে গেলেন নজরুল সঙ্গীতের মুকুটহীন এ সম্রাজ্ঞী।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর এপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।