মুক্তির আগেই আলোচনায় ‘কিস্তিমাত’ ছবিটি। ইন্টারনেটে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। এর পরপরই সবার মুখে মুখে 'কিস্তিমাত'র প্রশংসা। ছবিটি নিয়ে আশাবাদী চলচ্চিত্রপ্রেমীরা।
আর চলচ্চিত্রপাড়ার মানুষের ধারণা, ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত 'কিস্তিমাত' মুক্তি পাবে আসছে ঈদে। এরই মাঝে ঈদের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন চলছে প্রচারণার কাজ।
ছবির নির্মাতা বলেন, 'অনেক শ্রম দিয়ে স্বপ্নের এই ছবিটি নির্মাণ করেছি। সেন্সর বোডের্র সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। তাই ভালোলাগা আরও বেড়ে গেছে। ছবিটির গল্প থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না।' '
'কিস্তিমাত' ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল। আরও আছেন মিশা সওদাগর। অভিনয়শিল্পীরাও ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। শুভ বলেন, 'দর্শক এখন নতুন স্বাদের ছবি দেখতে চায়। আমি এ ছবিতে অভিনয় করে বুঝেছি, দর্শকের বিনোদন পাওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে ছবিতে।'
'কিস্তিমাত' ছবিতে গান মোট পাঁচটি। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, ইমরান, নাভেদ ও সচি শামস। গান গেয়েছেন ইমরান, পড়শী, পূজা, কণা প্রমুখ।