![]() |
ছবিঃ এম. রানা/গাজীপুর অনলাইন |
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কোনাবাড়ির আবাসিক হোটেল গুলোতে অভিযানের এক সপ্তাহ না যেতেই আবারও জমজমাট দেহ ব্যবসা শুরু হয়েছে। গাজীপুর অনলাইনের এসংবাদের ভিত্তিতে গতরাতে আবারও আবাসিক হোটেলে ইয়ার ইন্টার ন্যাশনালে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার নবনিযুক্ত ওসি রেজাউল হাসান গাজীপুর অনলাইনকে জানান তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কোনাবাড়ির হোটেল ইয়ার ইন্টার ন্যাশনাল থেকে ৫ জন যৌনকর্মীসহ সর্বমোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোনাবাড়ির ওপেন সিক্রেট যৌন ব্যবসার তালিকায় যে সকল আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে হোটেল ড্রিমল্যান্ড, হোটেল গোল্ডেন সান, হোটেল ইয়ার ইন্টার ন্যাশনাল, হোটেল রেইনবো, হোটেল গুলশান ভিউ।
উল্লেখ্য, কোনাবাড়িতে গত শুক্রবার রাতে ড্রিমল্যান্ড এবং গোল্ডেন সান আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৫ নারী-পুরুষকে আটক করেছে। এদের মধ্যে ২১ জন যৌনকর্মী এবং ৩৪ জন তাদের খদ্দের ও হোটেলের কর্মচারী।
জয়দেবপুর থানার নবনিযুক্ত ওসি রেজাউল হাসান গাজীপুর অনলাইনকে জানান তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কোনাবাড়ির হোটেল ইয়ার ইন্টার ন্যাশনাল থেকে ৫ জন যৌনকর্মীসহ সর্বমোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কোনাবাড়ির ওপেন সিক্রেট যৌন ব্যবসার তালিকায় যে সকল আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে হোটেল ড্রিমল্যান্ড, হোটেল গোল্ডেন সান, হোটেল ইয়ার ইন্টার ন্যাশনাল, হোটেল রেইনবো, হোটেল গুলশান ভিউ।
উল্লেখ্য, কোনাবাড়িতে গত শুক্রবার রাতে ড্রিমল্যান্ড এবং গোল্ডেন সান আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৫ নারী-পুরুষকে আটক করেছে। এদের মধ্যে ২১ জন যৌনকর্মী এবং ৩৪ জন তাদের খদ্দের ও হোটেলের কর্মচারী।