স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম স্থানীয় এক মুক্তিযোদ্ধাকে এমআরপি পাসপোর্ট প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার সকালে গাজীপুরে মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহর হাতে পাসপোর্ট তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, এনডিসি সাজিদ আনোয়ার, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর থেকে এমআরপি পাসপোর্ট ফরম পূরণ শুরু হয়েছে। ইতোমধ্যে ৩ শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। এর আগে গত ১২ আগস্ট দেশের ৩৩টি জেলায় স্থানীয়ভাবে এমআরপি পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় গাজীপুরেও পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে। গত এক বছর ধরে গাজীপুর শহরের ট্যাংকিরপাড় এলাকায় একটি আবাসিক ভবনে ১৫ জন কর্মকর্তা-কর্মচারি নিয়ে এই অফিসের কার্যক্রম শুরু হয়।