কয়েক দিনের মধ্যেই চ্যানেল আই’র উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার রহস্য উন্মোচন করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ইসলামিক ব্যক্তিত্ব ফারুকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার দিন আমি দ্রুত সেখানে গিয়ে আইজিকে নির্দেশ দেই, হত্যাকারীদের খুঁজে বের করতে। আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি করা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই দ্রুত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এসব নিয়ে জজ মিয়া নাটক সাজাই না। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা চেষ্টা করি। এতে বিন্দুমাত্র গাফিলতি করা হয় না। ফারুকী হত্যার পরেই ৩ খুনের ঘটনা ঘটে। দুটিই আমার নির্বাচনী এলাকায়। ফারুকী হত্যাকান্ডের ঘটনায় ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ৩ খুনের ঘটনাতেও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিচিত্রা তিরকীর ওপর নির্যাতন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংসদে মাইনুদ্দিন খান বাদল বলেছেন তাকে গণধর্ষণ করা হয়েছে। তবে ধর্ষণের কোনো প্রমাণ আমরা পাইনি। ডাক্তারি রিপোর্টেও এর প্রমাণ পাওয়া যায়নি। তবে তার জিনিসপত্র লুট হয়েছে এগুলো উদ্ধারের চেষ্টা করছি। তিরকীর ঘটনায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কোনো ঘটনাকেই ছোট করে দেখি না।