স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের সদর উপজেলার পিরুজালী গ্রামে ছেলের দেওয়া আগুনে পুড়ে তার বাবার মৃত্যু হয়েছে। নিহত আব্বাস আলী (৬৫) পিরুজালী এলাকার মাইনউদ্দিনের ছেলে। রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, আব্বাস আলীর দুই ছেলে, এক মেয়ে। তিনি ছেলে দিদারুলকে (২২) বিদেশ যাওয়ার জন্য ইতিপূর্বে ১ লাখ টাকা দেন। তবে জমি বিক্রি করে আরো টাকা দিতে চাপ দিচ্ছিলেন দিদারুল। কিন্তু জমি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না আব্বাস আলী। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্বাস আলীর শরীরে আগুন লাগিয়ে দেন দিদারুল। এতে আব্বাস আলী আর্তচিৎকার শুরু করেন। এ সময় উদ্ধার করতে আসা লোকজনকে আব্বাস আলী জানিয়েছেন, দিদারুল পানির মতো কী যেন তার শরীরে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়।
পরে লোকজন আব্বাস আলীকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, সকাল ৬টার দিকে আব্বাস আলী মারা যান।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্বাস আলীর স্ত্রী দহুলা বেগমকে (৪৫) আটক করা হয়েছে। দিদারুল পালাতক রয়েছেন।