গাজীপুরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের আদালত চত্বর, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকা ও ট্রেনে অভিযান চালায়। এ সময় জনসমাগম এলাকায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে আদালত ১৭ জনকে ৫০ টাকা হতে ৩০০ টাকা পর্যন্ত বিভিন্ন পরিমান অর্থ জরিমানা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন গাজীপুর অনলাইনকে জানান, ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইনে ১৭ জনকে দুই হাজার ৯৯০ টাকা জরিমানা করা হয়েছে।