বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের ১৫৭টি দেশে ২৩ লাখ ৫০ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করছে। আর ২০১৩ সালে বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্যমতে রেমিটেন্স গ্রহণে বাংলাদেশের অবস্থান অষ্টম।’
শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্স-২০১৪’ এর সমাপনী অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন।
গর্ভনর বলেন, ‘বিশ্বব্যাংকের মতে, ২০১৩ সালে বাংলাদেশ বিশ্বের রেমিটেন্স প্রাপক দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৬৬ শতাংশই আসে রেমিটেন্স থেকে।’
আতিউর রহমান আরও জানান, গত পাঁচ বছরে ২ দশমিক ৩৫ বিলিয়ন শ্রমিক অভিবাসনে গেছেন। বাংলাদেশের উন্নয়নে প্রবাসিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের পাঠানো রেমিটেন্সের একটা বড় অংশ খরচ হয় গ্রামের কর্মসংস্থান সৃষ্টিতে। প্রবাসি মহিলারাও রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের প্রতি আমাদের নজর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা সবসময়ই থাকবে। কিন্তু বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের ৫৫ শতাংশ অদক্ষ এবং তাদের মজুরি হার ও কম। সূতরাং অভিবাসীদের দক্ষতার উন্নয়নে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ জরুরি।’