জাতীয় সংসদের ৫টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম থেকে বাদ পড়া তাজুল ইসলাম চৌধুরী ঠাঁই পেয়েছেন নতুন কমিটিতে। আর সভাপতি পদ থেকে বাদ পড়েছেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ।
বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে সংসদীয় কমিটি পুনঃগঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পদে আবুল হাসনাত আবদুল্লাহ, বন ও পরিবেশে ড. হাছান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে ফারুক খান, পানি সম্পদ রমেশ চন্দ্র সেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।