দক্ষিণ এশিয়াঞ্চলে জনস্বাস্থ্যে অসামান্য অবদানের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
বাংলাদেশে অটিজম বিষয়ক সতর্কতা বৃদ্ধিতে অসামান্য অবদানের জন্যে তাকে মনোনীত করা হয়েছে।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর এক হোটেলে সংভাদ সম্মেলনে এতথ্য জানান। ১০ সেপ্টেম্বর এই পুরষ্কার নেবেন পুতুল। অটিজম বিষয়ক নতুন উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ পুতুল। এই কমিটির কাজ বাংলাদেশসহ দক্ষিণ এশিয় দেশগুলোতে অটিজম বিষয়ে সতর্কতা সৃষ্টি।