লঙ্কান তারকা ক্রিকেটার তিলকারত্নে দিলাশানকে মুসলিম হতে বলে বিপদে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। তাকে জরুরী ভিত্তিতে ডেকেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরে পুরো বিষয়টি তদন্তে সিদ্ধান্ত নিয়েছে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচের পর ড্রেসিংরুমে ফেরার পথে দিলশানকে ইসলাম গ্রহণের আহ্বান জানান শেহজাদ। টিভি ক্যামেরায় কথাটি ধরা পড়ে। টিভিতে শেহজাদকে বলতে শোনা যায়, 'তুমি যদি ইসলাম গ্রহণ করে, তবে জান্নাতে যাবে।'
শেহজাদের প্রতিউত্তরে দিলশান কী বলেছেন তা শোনা না গেলেও শেহজাদের পরবর্তী কথা শোনা যায়, 'তাহলে আগুনের জন্য প্রস্তুত হও।'
উল্লেখ্য, দিলশানের বাবা মুসলিম। তবে তার মা বৌদ্ধ ধর্মের অনুসারী। জীবনের বেশিরভাগ সময় ইসলাম ধর্মের অনুসারী ছিলেন দিলশান। পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি। দিলশানের পূর্ব নাম ছিলো তুয়ান মোহাম্মদ দিলশান।