আশাদ সিদ্দিকী : ৫ মাসের শিশু সিহাবের জন্মের পর থেকেই তার শরীরে প্রস্রাব ও পায়খানার রাস্তা বন্ধ ছিল। রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করার পর সেখানে আইসিইউ'তে রেখে প্রায় ১ লাখ টাকার উপরে খরচ করে প্রস্রাবের সমস্যার সমাধান করা হয়। গ্রামের শেষ সম্বল সামান্য জমিজমা বিক্রি করে এই শেষ চেষ্টাটুকু করা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির বাবা হতদরিদ্র ধার্মিক সেলিম।
জানা গেছে, এখন একটি টিউমার অপরেশন করলেই পায়খানার রাস্তার ব্যবস্থা করে দিতে পারলে শিশু সিহাবও অন্যসব সাধারণ মানুষের মতই সাভাবিক জীবন-যাপন করতে পারবে, হাসি পুটবে শিশুটির দরিদ্র বাবা মায়ের মুখে। একটি সংসারে সুখ ফিরে আসবে। আর এই অপারেশন এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। যা দরিদ্র এ বাবার পক্ষে কোনোমতেই ব্যবস্থা করা সম্ভব নয়। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে যদি এই বিপুল পরিমান অর্থ যোগাড়ের মধ্য দিয়ে শিশুটি আবার নতুন করে সুস্থ সবলভাবে বাঁচতে পারে সেই আসায় ধার্মিক সেলিম সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। আমি নিজেও সাধ্যমত ৫.০০০ টাকা দিয়ে সহযোগিতা করেছি। এই মহতি উদ্যোগে আপনারাও এগিয়ে আসুন। অাসুন, এবার মানবতার পরীক্ষায় সকলে উত্তীর্ণ হই।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো. সেলিম (বিকাশ) : ০১৮৬১৬৫৫৬৬৯১,
একাউন্ট : সেভিং একাউন্ট- ১৭৯১৫১৪৫০৯০
ডাচ বাংলা ব্যাংক, টঙ্গী বাজার শাখা।