স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩১ জন যৌনকর্মী, খদ্দের ও হোটেল কর্মচারী আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ জন যৌনকর্মী এবং ১৮ জন খদ্দের ও হোটেল কর্মচারী রয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান গাজীপুর অনলাইনকে জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তার আবাসিক হোটেল ঈশা খাঁ, রাজমনি, রজনী গন্ধা ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানীতে অভিযান চালায় পুলিশ। এসময় দেহ ব্যবসার অভিযোগে ১৩ জন যৌনকর্মী ও ১৮ জন খদ্দের ও হোটেল কর্মচারী সহ সর্বমোট ৩১ জনকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আরো জানান, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, জেলায় নতুন পুলিশ সুপার, জয়দেবপুর থানার নতুন ওসি ও সেকেন্ড অফিসার যোগ দেয়াতে গত এক সপ্তাহ যাবত থানার আবাসিক হোটেলগুলোতে পুলিশি অভিযান তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
দীর্ঘদিন যাবত অতিষ্ঠ এলাকাবাসী এসব আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পরিচালিত পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানালেও কেউ কেউ টিপ্পনী কেটে বলেছে- হর্তাকর্তারা নতুনতো তাই ইহা প্রশাসন ও হোটেল মালিকদের সাথে উভয় পক্ষের নতুনভাবে চুক্তি করার বাহানা মাত্র। এখন দেখার পালা নতুন প্রশাসন আসলেই কতটা সৎ।