শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পোশাক শ্রমিক মারা গেছেন। নিহত খাইরুল ইসলাম (৩৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার চান্দাব এলাকার হামিদ দফতরির ছেলে এবং আব্দুস সামাদ (৩৮) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের রইস উদ্দিনের ছেলে।
তারা নয়নপুর এলাকার রিদিশা স্পিনিং মিলস লিমিটেডে কারখানার শ্রমিক ছিলেন। নিহতরা ওই এলাকার সিদ্দিকুর রহমান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় নয়নপুর এলাকায় সিদ্দিকুর রহমান সরকারের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর (মাওনা) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির ওই দুই ভাড়াটে রুমে থাকা একটি টেলিভিশন থেকে ডিস লাইন খুলতে যান। কিন্তু ডিসলাইনের তার বিদ্যুতায়িত হয়ে পড়ায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।