শ্রীপুরে এক নারীসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জিন্না কলেজ এলাকার মন্টু মিয়ার ছেলে কবির হোসেন (২৫), তাঁর স্ত্রী ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের রুনা আক্তার (২৩) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আতিকুল ইসলাম (২৭)।
এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। ১৩ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার গুলশান স্পিনিং মিলের সামনে থকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনাবাজর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।