পলাশ প্রধান: শিল্পনগরীর টঙ্গী মিড়াশপাড়া এলাকা থেকে আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেন টঙ্গী মডেল থানা পুলিশ।
টঙ্গী থানা পুলিশের সুত্র মতে, আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বিসিক থেকে ডিউটি শেষ করে থানার দিকে সিভিল পুলিশের গাড়িটিকে ডাকাতরা গতিরোধ করলে পুলিশ তাদের ধাওয়া-পাল্টাধাওয়ায় চার সদস্যকে আটক করেন। তারা হলেন, ইসমাইল হোসেন (১৭), সুজন চন্দ্র বর্মা (১৬), মো. আলী(১৭) ও আলামিন হোসেন (১৭)। আটককৃতরা উভয় টঙ্গীর বিসিকের বাসিন্দা।
এবিষয়ে টঙ্গী মডেল থানার এএসআই মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিউটি শেষে থানায় আসার সময় বিসিক নগরীতে ডাকাত দলের সদস্যরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া দিলে ডাকাতরাও পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ডাকাত দলের চার সদস্য আটক করা হয়।
এব্যাপারে টঙ্গী মডেল থানরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানায়, গ্রেফতারকৃতরা রাতের বেলা যেকোন বাসায় ডাকাতি করতে প্রস্তুতি নিতে থাকে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরিসহ মামলা রয়েছে।
এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।