টঙ্গীর সেবাশুশ্রূষা হাসপাতালে গত রবিবার রাতে ডাক্তারের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম বিবি আয়শা বেগম (২২)। এঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, টঙ্গীর মাছিমপুর এলাকার আশরাফ আলীর বাড়ির ভাড়াটিয়া আয়শা রক্ত শূন্যতা ও গলায় টিউমার নিয়ে গত ১২ সেপ্টেম্বর টঙ্গীর সেবাশুশ্রূষা হাসপাতালে ভর্তি হন। পরে গত রবিবার রোগীকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়। রক্ত দেয়ার পরপরই রাত ৮টার সময় সে গলায় ব্যথা অনুভব করলে ডাঃ মোঃ রুহুল কুদ্দুসের সহকারী ডাঃ মালিহা তাকে ‘এলজিন’ নামে দুটি ব্যথার টেবলেটসহ দুটি প্যারাসিটামল খাইয়ে দেন। টেবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এখবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে রোগীর আত্বীয়-স্বজনরা হাসপাতালে এসে হাসপাতালে ভাংচুর চালায়। খবর পেয়ে টঙ্গী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
পরে মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে আপোষ মিমাংসা করে নিহতের পরিবারের কাছে থানা থেকে লাশ হস্তান্তর করা হয়। রাতেই নিহতের লাশ তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানাধীন নীলকামাল গ্রামে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে সেবাশুশ্রূষা হাসপাতালের মালিক ডাঃ জালালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করেছি। এক বছরে ভুল চিকিৎসায় ৪ জন রোগী মারা গেছে এমন প্রশ্নের জবাবে ডা: জালাল বলেন, একবছরে ভুল চিকিৎসায় ৪ জন রোগী মারা গেছে। আপনারা কি মনে করেন খুব বেশী মারা গেছে?
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।