টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত নর্দাণ কর্পোরেশন নামক পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বেলা তিনটার দিকে ওই পোশাক কারখানার নিচতলায় কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
প্রায় এক ঘন্টা চেষ্টার পর বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে গোডাউনে থাকা কাপড় পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছে। তবে কেউ হতাহত হয়নি।